নাসিম রুমি: এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানের পেসত্রয়ীর অন্যতম শাহিন শাহ আফ্রিদি। ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছেন এই পেসার। তবে এখনো তেমন কিছুই করেননি বলে জানালেন শাহীন। বিশ্বকাপে আরও ভয়ঙ্কর রূপে ফিরবেন বলে ভারতকে সতর্কবার্তাও দিয়ে রাখলেন পাকিস্তানি গতি তারকা।
শনিবার (৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির সঙ্গে অনেক বিষয় নিয়েই কথা বলেছেন শাহিন। সেখানেই আসন্ন বিশ্বকাপেও ভালো করতে চান বলে জানিয়েছেন। সেই সঙ্গে আরও ভয়ঙ্কর রূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই পরতে পরতে লড়াই। যদিও শাহিন নিজেই এখন সেই লড়াইয়ের অংশ। তবে নিজেও দুই দলের লড়াইয়ে আলাদা টান অনুভব করেন জানিয়ে শাহীন বলেন, ‘ভারতের বিরুদ্ধে প্রতিটি ম্যাচই বিশেষ কিছু। আমি অনূর্ধ্ব-১৬ দল থেকেই এই ম্যাচের জন্য অপেক্ষা করতাম।’
এশিয়া কাপের প্রথম ম্যাচে দুই দলের লড়াইয়ে কোনো ফলাফল আসেনি। তবে ম্যাচে ১০ ওভারের স্পেলে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নিজেকে জানান দিয়েছিলেন শাহিন। তাতে অবশ্য খুশি নন এই পেসার, ‘এটাই এখন পর্যন্ত আমার সেরা স্পেল নয়। এটা তো কেবল শুরু এবং সেরাটা আসা এখনও বাকি।’
শাহিনের এই ভাল করার ক্ষুধাই পাকিস্তানিদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। সেটাও জানেন ২৩ বছর বয়সী এই পেসার, ‘আপনি যদি এতো কম বয়সে তিন ফরম্যাটেই নতুন বল হাতে নেন, মানুষ আপনার কাছে ভালো কিছুর আশাই করবে।’
এশিয়া কাপে শাহিন-নাসিম-হারিস মিলে এখন পর্যন্ত ২৩ উইকেট শিকার করেছেন। তিনজনের জুটিও দারুণ জমজমাট। এটা কিভাবে? এমন প্রশ্নের জবাবে এই পেসার জানান, তাদের মাঝে বোঝাপারা ভালো বিধায় জুটিও জমে ওঠে।
‘আমরা নতুন এবং পুরান বলে আমাদের ভূমিকা জানি। নাসিম এবং আমি প্রথম দিকে সাফল্য পাওয়ার চেষ্টা করি। হারিস আমাদের চেয়ে দ্রুত এবং সে গতি দিয়ে প্রভাব বিস্তার করতে চেষ্টা করে। আমাদের মধ্যে যোগাযোগ ভালো।’ – শাহিন আরও যোগ করেন।