নাসিম রুমি: বিদায়টা বলেই দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আলোচনা-সমালোচনায় এই ফরম্যাটে ১৭ বছর পার করে দিয়েছেন তিনি।
এর আগেও কয়েকবার খারাপ ফর্মে থাকায় তার অবসর নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তবে প্রতিবারই ফিরে এসেছেন রিয়াদ।
এবার আনুষ্ঠানিকভাবেই তিনি জানিয়ে দিয়েছেন, ভারতের বিপক্ষে সিরিজটাই তার জন্য টি-টোয়েন্টিতে শেষ।
এই সফরে যাওয়ার আগে মিরপুরে অনুশীলন করতেন টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। ওই সময়ই অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেন বলে জানিয়েছেন রিয়াদ।
যদিও শুরুতে পরিবারের সায় ছিল না বলে জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
মঙ্গলবার দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারত সিরিজের অনুশীলন শুরুর সময়ই এসব নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম।
পরিবার শুরুতে বোঝেনি, তারা ভেবেছিলো এটা সঠিক সময় নয়। আমি নানাভাবে পরিবারকে বুঝিয়েছি, এরপর তারা বুঝেছে। তারপর আমি বোর্ড সভাপতি এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। ’
‘আমি মনে করি, এটাই সঠিক সময়। এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা ভাবলে, দলের জন্যও এটাই সঠিক সময়। ’
কেনিয়ার বিপক্ষে ২০০৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। এখন অবধি ১৩৯টি ম্যাচ খেলে ১১৭.৭৪ স্ট্রাইক রেট ও ২৩.৪৮ ২ হাজার ৩৯৫ রান এসেছে তার ব্যাট থেকে। এই ফরম্যাটে সবচেয়ে বেশি ৪৬টি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন রিয়াদ।
তার ক্যারিয়ারে কোনো আক্ষেপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নাহ আলহামদুলিল্লাহ, আমার কোনো আক্ষেপ নাই। আমার এক ফোঁটাও আক্ষেপ নাই কারণ বাংলাদেশ দলের হয়ে দীর্ঘ দিন খেলা খুবই ভালো ব্যাপার। ব্যক্তিগতভাবে আমার জন্য।