নাসিম রুমি: ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার শিরোপা জয়ের অভিযান শুরু হয়েছিল। জাতীয় দলের হয়ে লিওনেল মেসির সেটাই ছিল প্রথম শিরোপা। এর পরবর্তী তিন বছরে আর্জেন্টিনা জিতে নিল ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা। আর্জেন্টিনা সমর্থক হিসেবে এই অর্জনে মহাখুশি মাশরাফি বিন মুর্তজা।
সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি ফেসবুকে লিখেছেন, “তিন বছর চার ট্রফি! আর কিছু জিততে দেখার বাকি নাই, সত্যিই নাই। আজ প্রথম কোপার একটা ম্যাচ দেখলাম তাও হাফ টাইম, ঘুম থেকে উঠে খেলার দেরি দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম। পরে হুমায়রা ডেকে দিলে শেষ অর্ধেক দেখেছি। আসলেই বিশ্বকাপ জিতার পর সব চাওয়া ওখানেই শেষ হয়ে গেছে, ঐ কাপটাই একবার জেতা দেখতে চেয়েছিলাম। আজ অবশ্য ডি মারিয়ার জন্য জয়টা দরকার ছিল।”
“পুরো বিশ্বকাপে গালি খাওয়া লাউতারো এই কোপায় সর্বোচ্চ গোল করে ফেলল, তাও ফাইনালসহ। তিনি আরও বলেন যতদিন বেঁচে থাকবো আর্জেন্টিনাকে সমর্থন করে যাবো। আমি ম্যারাডোনা ও মেসির ভক্ত।