নাসিম রুমি: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডকেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের অপেক্ষায় বাংলাদেশ দল।
শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা।
প্রথম দুই ম্যাচে টানা জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। শেষ ম্যাচে জিতলে হোয়াইটওয়াশ হবে আইরিশরা।
এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জয় বাংলাদেশের জন্য এই ফরম্যাটে ছিল টানা পঞ্চম। এই ফরম্যাটে টানা ম্যাচ জয়ে এটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ। টানা জয়ের সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ থাকছে টাইগারদের সামনে।
সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মত টানা দুই ম্যাচে ২০০ প্লাস রান করতে সক্ষম টাইগাররা।
বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে যদি পুরো ২০ ওভার খেলার সুযোগ পেলে নিজেদের সর্বোচ্চ ২১৫ রানের রেকর্ডটিও ভাঙতে পারতো বাংলাদেশ।