নাসিম রুমি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে লজ্জার পারফরম্যান্স করল টিম ইন্ডিয়া। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল ০-৩ ব্যবধানে হেরে গিয়েছে। এই হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কার্যত হতাশ হয়ে পড়লেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রচুর পরিকল্পনা তিনি করেছিলেন। কিন্তু, একটাও কাজে লাগেনি। উল্টে কিউয়ি ক্রিকেটারদের তিনি প্রশংসায় ভরিয়ে দেন।
ম্যাচের শেষে রোহিত শর্মা বললেন, ‘একটা টেস্ট সিরিজে পরাজয় কখনই মেনে নেওয়া যায় না। এই হার হজম করা একেবারে সহজ নয়। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। গোটা সিরিজেই নিউজিল্যান্ড আমাদের থেকে অনেক ভাল ক্রিকেট খেলেছে। আমরা প্রচুর ভুল করেছি। প্রথম দুটো টেস্টে তো আমরা প্রথম ইনিংসেই পর্যাপ্ত রান করতে পারিনি। এই ম্য়াচে ২৮ রানের লিড রেখেছিলাম। আর টার্গেটও তাড়া করা কঠিন ছিল না। কিন্তু দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি।’
পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, ‘এভাবে টার্গেট তাড়া করতে হলে তো রান করতেই হবে। এটাই আমার মাথায় ছিল। কিন্তু, আমরা সেটা করতে পারিনি। পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত না হলে তখনই যাবতীয় সমস্যা শুরু হয়। আমার মাথায় অনেকগুলো প্ল্যান ছিল। কিন্তু, এই সিরিজে একটাও কাজে লাগাতে পারলাম না। আসলে আমরা নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে পারিনি।’
প্রসঙ্গত, তৃতীয় টেস্ট ম্যাচে মাত্র ২৫ রানে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। এই হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যে অনেকটাই প্রভাব ফেলবে, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। শেষকালে রোহিত বললেন, ‘আমি অধিনায়ক হিসেবে দলকে সঠিক পথে নেতৃত্ব দিতে পারিনি। পাশাপাশি ব্যাট হাতেও ব্যর্থ হয়েছি। এটা আমাদের দলগত পরাজয়।