খেলার মাঠে বিরাট কোহলির আচরণ নিয়ে প্রশ্ন বহুদিনের। তাকে ঘিরে বহু সমালোচনাও আছে। চলতি আইপিএলের ষোড়শ আসরে এই কারণেই শাস্তি পেতে হলো কোহলিকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে তিনি যে আগ্রাসী আচরণ করেছেন, সেটা পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তাই জরিমানা করা হয়েছে কোহলিকে।
খেলা চলাকালীন কোহলি ঠিক কী অপরাধ করেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি বিসিসিআই। তবে বোর্ড সূত্রে খবর, চেন্নাইয়ের ব্যাটার শিবম দুবে আউট হওয়ার পরে একটু বেশি আগ্রাসী ভঙ্গিতে উল্লাস করেন কোহলি। শিবম ভালো খেলছিলেন। তার উইকেট তুলে নেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। তাই শিবম আউট হতেই নিজেকে আটকে রাখতে পারেননি কোহলি। আগ্রাসী উদযাপন শুরু করেন। যে কারণে তাকে শাস্তি পেতে হয়েছে।