English

16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
- Advertisement -

আনুশকা লৌহমানবী: শোয়েব আখতার

- Advertisements -

দীর্ঘ আড়াই বছরের প্রতীক্ষার পর অবশেষে ৭১ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। গতকাল আফগানিস্তানের বিপক্ষে এটা শুধু তার কামব্যাক ম্যাচই নয়; বরং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি। ইনিংস শেষে নিজের বক্তব্যে যাবতীয় কৃতিত্ব দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মাকে। এবার আনুশকার প্রশংসায় মাতলেন শোয়েব আখতার।

পাকিস্তানের সাবেক পেসার আনুশকাকে ‘লৌহমানবী’ বলে অভিহিত করেছেন।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘ম্যাচের পর কোহলি নিজেই বলল, আনুশকা তার জীবনের সবচেয়ে খারাপ অধ্যায় দেখেছে। নিজের স্ত্রীর ব্যাপারে এমন কথা বলা দারুণ গর্বের ব্যাপার। আনুশকা শর্মাকে টুপি খোলা কুর্নিশ। তুমি লৌহমানবী। কোহলি ইস্পাতমানব। তোমাকে অনেক শুভেচ্ছা। চাপের মুখে কী ভাবে স্নায়ু ঠিক রাখতে হয় সেটা দেখিয়ে দিয়েছ। এভাবেই এগিয়ে যেতে থাক, আরও ভালো মানুষ হও। তুমি সবসময় সত্যের ওপর ভরসা রাখো তাই তোমার সঙ্গে কোনোদিন খারাপ কিছু হতে পারে না। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা হিসেবেই সবাই তোমাকে মনে রাখবে। ‘

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ৬১ বলে ১২২* রানের ইনিংস খেলার পর কোহলি বলেন, ‘বাইরে থেকে অনেকে অনেক কথাই বলছিল। আমরা পাত্তা দেইনি। সেঞ্চুরিের পর আংটিতে চুমু খেলাম। কারণ, আমার ফিরে আসা এবং সব সময় পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি অবদান একজন মানুষেরই রয়েছে। সে আমার স্ত্রী আনুশকা শর্মা। এই সেঞ্চুরি সবার আগে তাকে এবং আমাদের মেয়ে ভামিকাকে উৎসর্গ করছি। জীবনের কঠিন সময়ে কোনো মানুষের সঙ্গে কথা বললে বিষয়টি খুব সহজ হয়ে যায়। আমার ক্ষেত্রে সেই কাজটা করেছে আনুশকা। কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছে। ‘

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন