ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের ১৫তম আসরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে রিটেনশন তালিকা জমা দিয়ে নিলামের অপেক্ষায় আছে।
আর এমতাবস্থায় টালমাটাল অবস্থা বলিউড অভিনেতী প্রীতি জিনতার ফ্রাঞ্চাইজি দল পাঞ্জাব কিংসের।
মৌসুম শুরুর আগেই বড়সড় ধাক্কা লাগল এই দুই শিবিরে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, দলটির কোচ কিংবদন্তি ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার আচমকা পদত্যাগ করেছেন। যোগ দিয়েছেন অন্য দলে।
বিষয়টির সত্যতা স্বীকার করে পাঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া বলেছেন, ‘অ্যান্ডি ফ্লাওয়ার পাঞ্জাব কিংস ছেড়ে গিয়েছেন, এটা সত্যি। তিনি অন্য কোথাও যাচ্ছেন। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
একটি ওয়েব সাইটের বরাতে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ফ্লাওয়ার ও ট্রেভর এই দুই নামি কোচ নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের সঙ্গে যুক্ত হয়েছেন।
শুধু কোচই নয়, অধিনায়ক লোকেশ রাহুলকেও হারাচ্ছে পাঞ্জাব কিংস। তিনিও চলে যাচ্ছেন লখনউয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ হয়ে মৌসুম প্রতি ২০ কোটি ভারতীয় রূপিতে চুক্তিবদ্ধ হয়েছেন রাহুল।
কোচ ফ্লাওয়ার ও ডানহাতি মারকুটে ব্যাটার রাহুল চলে যাওয়া পাঞ্জাব কিংসের কাছে বড় ধাক্কাই বটে। এ দুজনের অভাব কী করে পূরণ করবে তা নিয়ে চিন্তিত দলটি।