নাসিম রুমি: শেষের পথে আইপিএলের ২০২৪ মৌসুমের রাউন্ড রবিন লিগ। প্রতিনিয়ত আইপিএল যতই এগোচ্ছে, ততই পরিষ্কার হয়ে যাচ্ছে কোন দলগুলো আইপিএলের প্লে-অফের লড়াইয়ে টিকে আছে, আর কারা ছিটকে যাচ্ছে।
লিগ পর্বের ৫৪ ম্যাচ শেষে, ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। যার অর্থ দাঁড়াচ্ছে, লিগ পর্বে আর একটি ম্যাচ জিতলেই শেষ চার নিশ্চিত হবে দল দুটির। আর প্রথম দুইয়ে থাকার অর্থ প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ। যে ম্যাচে হারলেও ফাইনালে ওঠার জন্য আরেকটি সুযোগ পাবে তারা।
পয়েন্ট টেবিলের তিনে ও চারে আছে যথাক্রমে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলেরই সমান ১২ পয়েন্ট। প্লে-অফ নিশ্চিতে পরের ম্যাচগুলোতে এই দুই দলের জেতাটা জরুরি। এই দুই দলের সঙ্গে লড়াইয়ে আছে লখনৌ সুপার জায়ান্টসও। প্লে-অফের দৌড়ে থাকলেও ম্যাচ কম থাকায় শেষমেশ দিল্লির টিকে থাকা নিয়ে কিছুটা সংশয় আছে।
এই দলগুলো প্লে-অফের দৌড়ে থাকলেও চারটি দল এরইমধ্যে বিদায় নিয়েছে। তারা হলো—কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস, শুভমান গিলের গুজরাট টাইটান্স ও হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স।
পয়েন্ট টেবিলের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে প্লে-অফে যেতে কমপক্ষে ১৬ পয়েন্ট লাগবে প্রতিটি দলের। সেই হিসেবে কলকাতা ও রাজস্থানের পরের পর্বে খেলাটা প্রায় নিশ্চিত। অপেক্ষা বাকি দুই দলের। সেই স্পটের জন্য লড়াইয়ে চেন্নাই, হায়দরাবাদ, লখনৌ ও দিল্লি। শেষমেশ কারা নিশ্চিত করে প্লে-অফ তার উত্তর জানতে আর কিছু ম্যাচের অপেক্ষা।