সময় কত দ্রুত পেরিয়ে যায়! যেমনটা এখন লিটন দাসের ক্ষেত্রে হচ্ছে। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৪২ ম্যাচে তিনি ১৯২১ রান করেছিলেন। গড় ৪০.০২। ১৩ ফিফটির পিঠে তিনটি সেঞ্চুরি।
গত বছরটাও খারাপ যায়নি। দুই ম্যাচ কম খেলে ৩০.৯৭ গড়ে করেন ১১১৫ রান। সেঞ্চুরি নেই, ফিফটি আটটি।
তবে চলতি বছর লিটনের ব্যাটে রানের দেখা মিলছে কালেভদ্রে। তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩৪ রান করেছেন। গড় ১২.১৮। সেঞ্চুরি দূরে থাক, ফিফটিও নেই।সর্বোচ্চ ৩৮ রান।জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে সর্বশেষ দুই টি-টোয়েন্টির প্রথমটিতে এক ও দ্বিতীয়টিতে গতকাল ২৫ বল খেলে করেন ২৩ রান। আরেকটি টি-টোয়েন্টি যখন সামনে, লিটনের এই ফর্ম স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়াচ্ছে। তবে দলীয় সূত্র বলছে, দুঃসময়ে দল থেকে সব ধরনের সমর্থনই পাচ্ছেন এই ব্যাটার। আগামীকাল বন্দরনগরীতে তৃতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসের কণ্ঠেও একই সুর।রানের জন্য লিটন এখনো সংগ্রাম করছেন-সংবাদ মাধ্যমের এমন এক প্রশ্নে পোথাস বলেছেন, ‘আমার মনে হয়, এটা আপনাদের দৃষ্টিভঙ্গি। লিটন দাস আমাদেরকে অনেক কিছু দিচ্ছে। সে বিশ্বমানের ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। কাজেই কোন সন্দেহ নেই লিটন দাস অনেক রান করবে, যেটা সে আগেও করেছে। সে আমাদের দলের জন্য অনেক কিছু। সে ফিল্ডিংয়ে যা দিচ্ছে, সিনিয়র খেলোয়াড় হিসেবে সে ভূমিকা রাখছে। আপনারা যা দেখছেন, তার চেয়ে দলে সে অনেক বেশি অবদান রাখছে।’আজ একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করছে বাংলাদেশ দল। শুরুতে কিছুক্ষণ রানিংয়ের পর এখন নেটে ব্যাটিং করছেন সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। এই দুজনের আগে ব্যাটিং সেশন শেষ করেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন। পোথাসের সঙ্গে কোচিং স্টাফ থেকে ক্রিকেটারদের সঙ্গী হয়েছেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি।