নাসিম রুমি: শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। অবসর নেবেন সেটা ভাবেননি ভারতীয় অধিনায়ক। পরিস্থিতির কারণেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানিয়েছেন রোহিত।
বিশ্বকাপ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে অবসরের কথা জানিয়েছিলেন ভারতের অধিনায়ক। অবসরের ঘোষণা দিয়ে রোহিত বলেছিলেন, ‘এটা ছিল আমারও শেষ ম্যাচ। বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। আমি এটা (টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি) খুব করে পেতে চেয়েছি। এর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’
সংবাদ সম্মেলন শেষে ভারতের সাংবাদিকদের ফের মুখোমুখি হন রোহিত। এ সময় তিনি বলেন, ‘আমার পরিকল্পনা ছিল না যে আমি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেব। কিন্তু পরিস্থিতিটা এমন ছিল…আমি ভাবলাম আমার জন্য এটাই সঠিক পরিস্থিতি। বিশ্বকাপ জিতে বিদায় বলার চেয়ে ভালো পরিস্থিতি আর হতে পারে না। এ কারণেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।’