শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে সাকিব আল হাসানের আইপিএল খেলার জন্য ছুটি নেওয়া নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেছিলেন, ‘সাকিব টেস্ট খেলতে চান না। তাই তাকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে।’
এই বক্তব্য নিয়ে এতদিন কোনো মন্তব্য করেননি সাকিব। তবে শনিবার (২০ মার্চ) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিতে এক লাইভ আড্ডায় এ বিষয়ে তিনি কথা বলেছেন।
সাকিব বলেছেন, ‘ছুটির অনুমতি চেয়ে আমার পাঠানো চিঠিটি বিসিবি ঠিকভাবে পড়েনি। সেই চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলব না। এমন কোনো কিছুই সেখানে বলা হয়নি।’
তিনি বলেন, ‘আইপিএল খেলা আমার জন্য ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা প্রস্তুতি হবে। তাই এ সিদ্ধান্ত নেওয়া।’
নিজ দেশের খেলা বাদ দিয়ে সাকিব আল হাসান ভারতের আইপিএলে খেলতে যাওয়ায় বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি বোর্ড সভা শেষে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘শুধু সাকিব নয়, দেশের হয়ে কেউ খেলতে না চাইলে কাউকে জোর করা হবে না। এ ছাড়া এখন থেকে ক্রিকেটাররা চুক্তির সময় কে কোন ফরমেটে খেলতে চান, তা লিখিত নেওয়া হবে।’