English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

৮২ ছক্কায় ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

- Advertisements -

নাসিম রুমি: পুনেতে গতকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩৫৭ রান করেছে প্রোটিয়ারা। চলতি আসরে সাত ইনিংসে এটি তাদের পঞ্চম তিনশ ছোঁয়া দলীয় স্কোর। এর মধ্যে চারবারই তারা পেরিয়েছে সাড়ে তিনশ রানের ঘর। ধারাবাহিকভাবে রান-পাহাড় গড়ার পথে ছক্কার নতুন রেকর্ড গড়েছে তারা।

এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে দক্ষিণ আফ্রিকা মেরেছে মোট ৮২টি ছক্কা। বিশ্বকাপের এক আসরে কোনো দলের এটিই সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। ঘরের মাঠের গত আসরে ১১ ম্যাচে ৭৬টি ছক্কা মেরেছিল ইংল্যান্ড। এবার চার ম্যাচ কম খেলেই সেটি টপকে গেল প্রোটিয়ারা।

নতুন রেকর্ড গড়ার পথে বাংলাদেশের বিপক্ষে ১৯টি ছক্কা মেরেছে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচে তাদের ছক্কা ১৫টি। এছাড়া দশের বেশি ছক্কা দেখা গেছে শ্রীলঙ্কা (১৪), ইংল্যান্ড (১৩) ম্যাচেও।

বিশ্বকাপে দলকে ছক্কার চূড়ায় বসানোর পথে সর্বোচ্চ ১৮ ছক্কা কুইন্টন ডি ককের। দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ২১ ছক্কা এবি ডি ভিলিয়ার্সের। ওই রেকর্ড নিজের করতে আরও অন্তত দুটি ম্যাচ পাচ্ছেন ডি কক। তার সঙ্গে এবার হেনরিখ ক্লসেন ১৭, ডেভিড মিলার ১৪ ছক্কায় রাখেন বড় অবদান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন