English

27 C
Dhaka
শনিবার, এপ্রিল ৫, ২০২৫
- Advertisement -

৭১ টিভিকে ক্ষমা করে দিলেন মুশফিক

- Advertisements -

নাসিম রুমি: মিরপুর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ডেলড দ্য বল’ আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। এরপরে ঘটনাটিকে স্পটফিক্সিং বলে অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশ করে ৭১ টিভি। বিষয়টি নিয়ে আইনি নোটিশ পাওয়ার পরে নিঃশর্ত ক্ষমা চেয়েছিল বেসরকারি টেলিভিশনটি। এবার চ্যানেলটিকে ক্ষমা করে দিলেন মুশফিক।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান মুশফিকুর রহিমের পক্ষ থেকে ক্ষমা করার বিষয়টি নিশ্চিত করেন।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, ‘ভুল স্বীকার করা ও অনুতপ্ত হওয়াটাই এ জাতীয় ভুলের জন্য যথেষ্ট, সেটা আমরা কেউ মনে করি না। কিন্তু যেহেতু উক্ত প্রতিবেদনের ভুল স্বীকার করে ৭১ টিভি ও খেলাযোগ দুঃখ প্রকাশ করেছে ও তারা তাদের ভুলের কারণে অনুতপ্ত, তাই মুশফিকুর রহিম বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এখানেই সমাপ্তি টানতে চান।’

এর আগে এক বিবৃতির মাধ্যমে শিহাব উদ্দিন খান বলেন, ‘আপনারা জানেন মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। গত ১৮ বছর তিনি সুনামের সঙ্গে ক্রিকেট খেলে আসছেন। ৭১ টিভির খেলাযোগে প্রচারিত ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে তার এই দীর্ঘ ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছে। একইসঙ্গে খেলাযোগের এই প্রতিবেদনে শুধু বাংলাদেশেই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের ক্রিকেটের সুনাম ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে আমরা মনে করি।’

মুশফিকুর রহিমের আইনজীবী আরও বলেন, ‘মুশফিক বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের নিয়ে উচ্চ ধারণা পোষণ করে এসেছেন সবসময়। দীর্ঘ চলার পথে ভালো-খারাপ উভয় সময়েই ক্রীড়া সাংবাদিকেরা পেশাদারিত্ব দেখিয়ে তার ও বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলেন, এই কারণে তিনি কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তি আক্রমণের শিকার হওয়ায় এই ট্রমা কাটিয়ে ওঠা তার জন্য কঠিন হবে। তবে তিনি আশা করেন, ভবিষ্যতে ৭১ টেলিভিশনের খেলাযোগ এই মারাত্মক ভুল থেকে শিক্ষা নিয়ে এমন মনগড়া ও অসত্য তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে না। তিনি বিষয়টা এখানে আপাতত স্থগিত করতে আমাদের নির্দেশনা দিয়েছেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন