নাসিম রুমি: পাঞ্জাবের বিপক্ষে খেলেছিলেন ৪৯ বলে ৭৭ রানের ইনিংস। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেললেন ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস। এমন ইনিংসের পরও যদিও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিততে পারেনি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতার কাছে তারা হেরেছে ৭ উইকেটে। এবারের আইপিএলে আগের ৯ ম্যাচেই জিতেছিল স্বাগতিকেরা। বেঙ্গালুরু সেই ধারা ধরে রাখতে পারেনি।
কোহলি এক প্রান্ত আগলে স্বচ্ছন্দে খেলে গেলেও অন্য প্রান্ত থেকে তেমন ধ্বংসাত্মক ইনিংস আসেনি। আগে ব্যাটিং করে বেঙ্গালুরু তোলে ১৮২ রান। যা সুনীল নারাইন ও ফিল সল্টের ৩৯ বলে ৮৬ রানের ওপেনিং জুটির পর সহজেই তাড়া করে কলকাতা। এ নিয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেল কলকাতা। বেঙ্গালুরু ৩ ম্যাচ খেলে জিতেছে ১টিতে।
নিজের ৫০০তম টি-টোয়েন্টিতে এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ঝড় তোলেন নারাইন, করেন ২২ বলে ৪৭। হয়েছেন ম্যাচসেরা। আরেক ওপেনার সল্ট করেন ২০ বলে ৩০। এরপর ৩ নম্বরে ক্রিজে এসে ভেঙ্কটেশ আইয়ার করেন ৩০ বলে ৫০। অধিনায়ক শ্রেয়াস আইয়ারও আজ ব্যাট হাতে রান পেয়েছেন। ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন তিনি।
এর আগে ওপেনার কোহলি রান পেলেও গতকাল রাতে ব্যর্থ হয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা। একাধিক জীবন পেয়েও আজ ১৯ বলে ২৮ রান করেছেন ম্যাক্সওয়েল। ক্যামেরন গ্রিন অবশ্য বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েছিলেন।