English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

৪৮ বছরের মায়া কাটিয়ে বেহালা ছেড়ে নতুন বাড়িতে উঠলেন সৌরভ

- Advertisements -

নাসিম রুমি: আনুষ্ঠানিক গৃহপ্রবেশ এখনও হয়নি। যা হয়েছে তা হলো ছোট্ট একটা হাউস ওয়ার্মিং পার্টি। বেহালার বীরেন রায় রোডের সাবেক বাড়ি ছেড়ে সৌরভ গঙ্গোপাধ্যায় উঠে এলেন মধ্য কলকাতার কামাক স্ট্রিট- লাউডন স্ট্রিটের কাছে নতুন বাড়িতে। চল্লিশ কোটি রুপি দিয়ে বাংলোটি সৌরভ কিনেছেন বিনানীদের কাছ থেকে। নেমপ্লেটে এখনও বিননি নামটি শোভা পাচ্ছে।

তেইশ দশমিক ছয় কাঠা জায়গা নিয়ে বাংলোর অবস্থান। প্রতি কাঠার দাম পড়েছে প্রায় এক কোটি সত্তর লাখ রুপি। সৌরভ বলেন, মূলত যাতায়াতের সুবিধার জন্যই তিনি বেহালা ছেড়ে এখানে এলেন। তাকে দাদাগিরির শুটিং করতে যেতে হয় সেই খড়দহতে। শহরের কেন্দ্রস্থলে হওয়ায় যাতায়াতের অনেক সুবিধা হবে বলে সৌরভ জানান।

এই বাড়িতে সৌরভ, ডোনা, সানা ছাড়াও থাকবেন তার মা নিরুপা দেবী। বেহালার বাড়িতে যাতায়াত অবশ্যই থাকবে।

একটি বাইলেনের শেষ প্রান্তে হওয়ায় সৌরভের বাংলোটি গাছপালা দিয়ে ঘেরা। অনেকটা বীরেন রায় রোডের পৈতৃক বাড়ির মতোই। সৌরভ বললেন, আট চল্লিশ বছরের মায়া কাটিয়ে নতুন বাড়িতে আসার কাজটা সেঞ্চুরি করার মতোই কঠিন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন