নাসিম রুমি: গতকাল পঞ্জাবের বিরুদ্ধে ৪৭ বলে ৯২ রানের ইনিংস খেলেছেন কোহলি। এ দিন তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯৫.৭৪। ম্যাচের পর তিনি জানিয়েছেন এখন তাঁর কাছে রানের থেকে মান গুরুত্বপূর্ণ।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৭ বলে ৯২ রানের ইনিংস খেলেই সরব বিরাট কোহলি। স্ট্রাইক রেট নিয়ে সমালোচকদের বিরুদ্ধে আবার মুখ খুললেন। তিনি বলেছেন, রান করার থেকেও ভাল ব্যাট করা তাঁর কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবারের ম্যাচে ৭টি চার এবং ৬টি ছক্কা মেরেছেন কোহলি। এ দিন তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯৫.৭৪। টি-টোয়েন্টি ক্রিকেটে যা বেশ ভাল বলেই মনে করা হয়। সমালোচকদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কোহলি। ম্যাচের পর তিনি বলেছেন, ‘‘এখন আমার কাছে রানসংখ্যার থেকে ব্যাটিংয়ের মান বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎ করে নিজের খেলা পরিবর্তন করতে পছন্দ করি না।’’
দু’ইনিংসের মাঝে স্ট্রাইক রেটের প্রসঙ্গ তুলে হাসতে হাসতে বলেছেন, ‘‘গোটা ইনিংসে স্ট্রাইক রেট বজায় রাখার দায়িত্ব ছিল আমার। তাই দ্রুত রান তোলার চেষ্টা করেছি। মনে হয় পেরেছি। সকলেই দেখেছেন, পিচে তেমন গতি ছিল না। তাও আমি আর ফ্যাফ ডুপ্লেসি রান তোলার চেষ্টা করেছি। তা ছাড়া নতুন বল খেলার সময় পিচে দু’রকম গতি আছে মনে হচ্ছিল।
প্রথম দিকে সুইংও হচ্ছিল। ২৩০ বা তার বেশি রান এই পিচে বেশ ভাল বলে মনে হয়েছিল আমাদের। সেই রান তোলার লক্ষ্য নিয়ে ব্যাট করেছি আমরা। শেষ ওভারে হর্ষল পটেল একটু সমস্যায় ফেলেছে। না হলে ২৫০ রান হয়ে যেত। কোহিলীর দায়িত্ব পূর্ণ ব্যাটিং তার দল জয়ী হয়।