ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে চার ম্যাচে তিনটি ফিফটি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শেখর ধাওয়ানের ঠিক পরে দ্বিতীয় অবস্থানে আছেন দিল্লির অধিনায়ক। যে ম্যাচটিতে ফিফটি পাননি সেটিতে করেছিলেন ৩৭। তবে ওয়ার্নার তোপের মুখে আছেন মূলত মন্থর গতিতে রান তোলার জন্য।
দল হারলেও চার ম্যাচে ২০৯ রান করেছেন ওয়ার্নার। তবে ওয়ার্নারের স্ট্রাইক রেটটা খুব কম, মাত্র ১১৪.৮৪। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে করেছেন ৪৭ বলে ৫১। এর আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ বলে ৬৫ রানের ধীরগতির ইনিংস খেলেন ওয়ার্নার। সেই ম্যাচের পরই তার সমালোচনায় মাতেন ভারতের সাবেক হার্ডহিটার ব্যাটার বীরেন্দ্র শেবাগ। তিনি বলেছিলেন, ‘ডেভিড, তুমি যদি এটা শুনতে পাও, তাহলে ভালো খেলো। ২৫ বলে ৫০ করার চেষ্টা করো। জয়সওয়ালের (রাজস্থানের ব্যাটার) থেকে শেখো। ও কিন্তু ২৫ বলে ৫০ করেছে। যদি তুমি সেটা করতে না পারো তাহলে দয়া করে আইপিএলে খেলতে এসো না।’
মুম্বাইয়ের কাছে হারের পর সংবাদ সম্মেলনে কথা বলেন ২৫ বলে ৫৪ রানের ইনিংস খেলা অক্ষর প্যাটেল। ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে তিনি বলেন, ‘গত দুই-তিন ম্যাচে উনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না (দ্রুত রান)। এরকম সময়ে একজন ব্যাটার কী ভাবেন বুঝতে পারছি না। অ্যাঙ্কর রোল তখনই হবে যখন পৃথ্বী একদিক থেকে মারবে। উনার সামনে যখন উইকেট পড়বে, তখন হয়তো দুদিক থেকে মারা আদর্শ না। এই বিষয়ে আর কি বলব? (হাসি)। উনি চেষ্টা করছেন, তবে হচ্ছে না…।’