মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা ছিল বৃষ্টি বিঘ্নিত। যে কারণে মাত্র ৬৬ ওভারের খেলা হয়েছিলো। পাকিস্তানি ফিল্ডারদের বদান্যতায় ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছিলো অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে আমির জামাল-শাহিন শাহ আফ্রিদিদের তোপের মুখে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার ব্যাটাররা। যার ফলে আর মাত্র ১৩১ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায় তারা।
শেষ পর্যন্ত ৩১৮ রানেই অলআউট হয়ে গেলো প্যাট কামিন্সের দল। ৪৪ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মার্নাস লাবুশেন শেষ পর্যন্ত করেন ৬৩ রান। এটাই অসিদের মধ্যে সর্বোচ্চ ইনিংস। অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে। ৫২ রান যোগ হয়েছে তাদের এই খাতে। ৪২ রান করেন উসমান খাজা এবং ৪১ রান এসেছে মিচেল মার্শের ব্যাট থেকে।
আগেরদিন পাকিস্তানি বোলাররা ভালো বল করলেও ফিল্ডারদের অনেকগুলো ক্যাচ মিসের কারণে অস্ট্রেলিয়ার ওপর চেপে বসতে পারেনি পাকিস্তান। তবে, দ্বিতীয় দিন ভুলগুলো অপেক্ষাকৃত কম হলো। যে কারণে, স্বাগতিকদের দ্রুত অলআউট করে দিতে পেরেছে শাহিন শাহ আফ্রিদিরা।