সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। কিছুদিন আগে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ওয়ানডে থেকেও অবসরের গুঞ্জন ছিল। যদিও বিদায়ের ঘোষণা দেননি এই ব্যাটিং জিনিয়াস। অবসর প্রসঙ্গে এবার ইঙ্গিত দিলেন কোহলি। জানিয়ে দিলেন, সাদা বলের ক্রিকেটে ভারতীয় জার্সিতে তার পরবর্তী লক্ষ্য।
আইপিএলের মাঝেই একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কোহলি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, পরবর্তী বড় পদক্ষেপ কী হতে চলেছে? জবাবে কোহলি বলেন, ‘পরের এক দিনের বিশ্বকাপ জেতার চেষ্টা করবো। সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।’ কোহলির কথায় উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে ওঠেন।
সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। মাঝে ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনালে গিয়ে হারতে হয়েছে। ২০২৩ সালে ভারতের মাটিতে বিশ্বকাপ জেতার বড় সুযোগ ছিল ভারতের। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল কোহলিদের।