নাসিম রুমি: রোহিত শর্মা ফিরেছেন আগের ম্যাচেই। তবে মনে রাখার মতো কিছু করা হয়নি তার। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে রান আউটে কাটা পড়েন শূন্য রানে। আগের ম্যাচে খেলার কথা ছিল বিরাট কোহলিরও। তবে ব্যক্তিগত কারণে খেলা হয়নি তার। ১৪ মাস পর বিরাট কোহলিকে আজ রবিবার ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যাবে।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত এই ফরম্যাটে জাতীয় দলে খেলেননি কোহলি। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রোহিত-কোহলিকে কতখানি ফিট অবস্থায় পাওয়া যাবে সেটা পরখ করার মঞ্চ এই সিরিজ।
প্রথম ম্যাচে রোহিত রান না পেলেও দল ঠিকই জিতেছে। ভারতের ওপেনার জশস্বী জয়সাওয়াল আছেন ইনজুরিতে। আজ দ্বিতীয় ম্যাচে খেলবেন কিনা তা নিশ্চিত নয়।
প্রত্যাবর্তনের ম্যাচেও কোহলিকে হাতছানি দিচ্ছে টি-টোয়েন্টিতে অনন্য এক রেকর্ড। আর মাত্র ৩৫ রান করলেই সবরকমের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ১২ হাজার রানের মালিক হবেন তিনি। যে কীর্তি আছে কেবল ৩ জনের।
আজ ভারত ও আফগানিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।