English

31 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
- Advertisement -

১২৫ কোটির চুক্তি সৌরভের, ‘বিগ বস বাংলা’ নিয়ে আসছেন মহারাজ?

- Advertisements -

নাসিম রুমি: টেলিদুনিয়ায় মহারাজের নতুন ইনিংস। জল্পনা আগেই ছিল যে, সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি এবার ‘দাদাগিরি’ এবং ‘বিগ বস বাংলা’র সঞ্চালনা করতে চলেছেন। এবার সেই খবরে সিলমোহর দিল স্টার জলসা। চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানা গেল, একেবারে ঝাঁ চকচকে দু’ দুটো নতুন ফরম্যাটে শো নিয়ে আসতে চলেছেন মহরাজা। প্রথমটি ক্যুইজ শো, অনেকটা ‘দাদাগিরি’র মতোই এবং দ্বিতীয়টি, বহুল প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’।

খবর, এই দুটি শোয়ের জন্য স্টার জলসার সঙ্গে ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। চ্যানেলের সঙ্গে আগামী চার বছর চুক্তিবদ্ধ থাকবেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। বাংলা টেলিদুনিয়ার ইতিহাসে এহেন পারিশ্রমিক ‘হাইভোল্টেজ’ বললেও অত্যুক্তি হয় না। চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি বছরের জুলাই মাসের গোড়ার দিক থেকেই শুরু হয়ে যাবে ‘রাজসূয় যজ্ঞ’। আর ২০২৬ সালের জুলাই মাসে স্টার জলসায় শুরু হবে ‘বিগ বস বাংলা’ এবং ক্যুইজ শোয়ের সম্প্রচার। স্বাভাবিকভাবেই আন্দাজ করা যায়, সংশ্লিষ্ট চ্যানেল যে দর্শকদের বিনোদিত করার জন্য একেবারে অন্যরকম দুটি শো উপহার দিতে চলেছে।

যার মধ্যে বিশেষ নজর থাকবে ‘বিগ বস বাংলা’র দিকে। কারণ একদশক আগে বাংলায় এই শো তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। তবে তার পর থেকে বহুবার জল্পনা শোনা গেলেও এই রিয়ালিটি শো টেলিপর্দায় দেখা দেয়নি। এবার একেবারে নতুন স্বাদে নতুন ফরম্যাটে বাংলায় আসছে বিগ বস। আর সঞ্চালকের ভূমিকায় ‘প্রিন্স অফ ক্যালকাটা’। হিন্দি বিগ বস-এর সঞ্চালনার দায়িত্বে যেখানে সলমন খান, সেখানে বাংলায় বাঙালির প্রিয় আইকনকে দেখা যাবে এই রিয়ালিটি শোয়ের উপস্থাপকের ভূমিকায়। দর্শকদের যে সেদিকে নজর থাকবে, তা বলাই বাহুল্য।

দুটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব পেয়ে কী বলছেন সৌরভ? মহারাজের মন্তব্য, “দর্শকদের সঙ্গে সংযোগস্থাপনের জন্য টেলিভিশন আমাকে বরাবরই বিশেষভাবে সুযোগ করে দিয়েছে এবং স্টার জলসার সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কারণ আমরা অভিনব নন-ফিকশন প্রোগ্রামিংয়ের মাধ্যমে গল্প বলার এক নতুন অধ্যায় শুরু করছি। যেখানে বিনোদনের পাশাপাশি বুদ্ধিমত্তাকেও উদযাপন করে এমন দু’টি অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পেয়ে আমি ভীষণই উচ্ছ্বসিত।” মহারাজের সংযোজন, “ক্রিকেট ময়দানের বাইরেও আমি বরাবর দর্শকদের সঙ্গে আলাদা করে সংযোগস্থাপনে বিশ্বাসী। আর এই দুটো শো আমাকে সেই সুযোগই করে দিচ্ছে। যা কিনা নতুন ফরম্যাটে আসছে এবং অবশ্যই বাসত্বজীবনের বহু গল্পও থাকবে এই শোয়ে। এটা আমার জন্যে নতুন ইনিংস। আর ক্রিকেটের মতো একই আবেগে ভর করে এখানেও আমি খেলতে প্রস্তুত।” সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় বাংলার বাইরেও যাতেও এই দুটি শো দর্শকদের মনে জায়গা করে নিতে পারে, চ্যানেলের লক্ষ্য সেদিকেই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন