নাসিমরুমি: সাকিব আল হাসানের পাশে নাম লেখানোর পর এবার সাকিবকে ছাড়িয়েই গেলেন কিউই পেসার টিম সাউদি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই এখন সর্বোচ্চ উইকেটের মালিক।
দীর্ঘ এক বছর উইকেট শিকারির দিক থেকে শীর্ষে থাকার পর সাকিব হারালেন শীর্ষস্থান। উইকেট শিকারের পর সতীর্থদের সাথে সাউদির উল্লাস। বিশ্বকাপের আগে দুই ক্রিকেটারের নামের পাশেই ১২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট ছিল।
বিশ্বকাপে সাউদির নিউজিল্যান্ড মাঠে নেমেছে সাকিবের বাংলাদেশেরও আগে। ফলে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগটা কাজে লাগাতে ভুলেননি সাউদি।
শনিবার (২২ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। কিউইদের ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ডেভিড ওয়ার্নারকে হারায় অজিরা। ওয়ার্নারকে বোল্ড করে সাউদি বনে যান আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি। ফলে দ্বিতীয় স্থানে নেমে আসতে হয় সাকিবকে।