English

23 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

হার্দিকের আইপিএল নিয়ে যা বললেন বোর্ড সেক্রেটারি

- Advertisements -

গোড়ালির চোট সেরে উঠে আইপিএলে খেলতে পারবেন কিনা হার্দিক পান্ডিয়া, সেটি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিশ্বকাপের চোট এখনো সেরে উঠতে পারেননি হার্দিক। যে কারণে, আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না এই ভারতীয় অলরাউন্ডার। একই সঙ্গে আইপিএলের আগামী আসরে খেলতে পারবেন না তিনি, এমন আভাসও দিয়েছে গণমাধ্যমটি।

Advertisements

তবে হার্দিকের চোটের অবস্থা বর্তমানে কেমন, সেটি নিয়ে কিছু তথ্য জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। তিনি বলেন, ‘প্রতিদিন আমরা হার্দিকের চোটের দিকে নজর রাখছি। সে এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছে। চোট সারিয়ে সুস্থ হওয়ার জন্য হার্দিক খুব পরিশ্রম করছে। যে মুহূর্তে হার্দিক খেলার জন্য তৈরি হয়ে যাবে বোর্ড সে কথা জানিয়ে দেবে। আফগানিস্তান সিরিজের আগেও হার্দিক সুস্থ হয়ে উঠতে পারে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।’

Advertisements

বোর্ডের আরেক কর্মকর্তা বলেন, ‘হার্দিক সম্পূর্ণ সুস্থ। সে রোজ পরিশ্রম করছে। আইপিএলে হার্দিক খেলতে পারবে না বলে যে খবর শোনা যাচ্ছে তা গুজব। আইপিএল হতে এখনও প্রায় চার মাস বাকি। তাই এখন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

এর আগে গুজরাট টাইটান্স ছেড়ে নিজের সাবেক ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক। শুধু দল পরিবর্তন করেই গণমাধ্যমের হেডলাইন হয়েছেন তিনি, বিষয়টি এমন নয়। রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়ক হয়েও সবাইকে চমকে দিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন