নাসিম রুমি: লম্বা ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেই আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই কোচ। হাথুরুর মন্তব্যের বিষয়ে কথা বলেছেন ক্রীয়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান। এ সময় তিনি বলেন, ‘হাথুরুসিংহের মন্তব্যের পুরোটা এখনও আমি অবগত না। এখন ক্রিকেট বোর্ডে গিয়ে এই বিষয়ে বসব। যদি হাথুরু বলে থাকে। তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’
বিসিবির চুক্তিতে থেকে জাতীয় দলের কোচ এমন মন্তব্য করতে পারেন কিনা এমন প্রশ্নে পাপন বলেন, ‘প্রথমে দেখতে হবে সে আচরণবিধি ভঙ্গ করেছে কি না। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।’
এর আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলে হাথুরু বলেন, ‘আমাদের (বাংলাদেশ) উপযুক্ত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটি হয়তো কিছুটা অদ্ভুত শোনাবে। আমি যখনই বিপিএল দেখতে বসেছি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিয়েছি। এখানে অংশ নেওয়া কিছু ক্রিকেটারের কোনো (পর্যাপ্ত) ক্লাসই নেই।