নাসিম রুমি: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দামামা বাজতে শুরু করেছে। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দেশের একমাত্র টি-টোয়েন্টি প্রতিযোগিতা।
বিপিএলকে সামনে রেখে ক্রিকেটাররা মাঠে ফিরতে শুরু করেছে। নির্বাচনী ব্যস্ততা শেষে সাকিব আল হাসান মাঠে ফিরেছেন দুদিন হলো। তামিম ইকবাল, লিটন দাসও ফিরেছেন মিরপুরের সবুজ গালিচায়। সবার মুখে একটাই নাম, বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কবে মাঠে ফিরবেন?
সিলেট সিক্সার্সের হয়ে এবার বিপিএল খেলবেন মাশরাফি। গতবার তার দল হয়েছিল রানার্স-আপ। স্বাভাবিকভাবেই তার দিকে বাড়তি নজর ক্রিকেটপ্রেমিদের। কিন্তু বিপিএলের আগে সিলেটের জন্য চরম দুঃসংবাদ। হাঁটুর চোটে ভুগছেন মাশরাফি। নির্বাচনের ব্যস্ততায় প্রয়োজনীয় শুশ্রূষা নিতে পারেননি। টানা দ্বিতীয়বার নড়াইল-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর আজ ঢাকায় শপথ নিয়েছেন। ধীরে ধীরে তার মনোযোগ ফিরছে ক্রিকেটে। হাঁটুর চোট কতটা গুরুতর জানার অপেক্ষায় মাশরাফি।
তিনি বলেছেন, ‘আমার হাঁটুর অবস্থা আগে ডাক্তারকে গিয়ে দেখাতে হবে। চেক-আপ করতে হবে। কোন অবস্থায় আছে সেটা দেখার পর সিদ্ধান্ত নিতে হবে।