English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

হঠাৎ জাতীয় দলের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি!

- Advertisements -

এক বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে আইপিএলে এখনও চুটিয়ে খেলে যাচ্ছেন। যদিও পারফর্মেন্সে সেই আগের ধোনিকে খুঁজে পাওয়া যায় না। এর মাঝেই হুট করেই তাকে জাতীয় দলের জার্সিতে ক্যামেরার সামনে দেখা গেল! সঙ্গে সঙ্গে জল্পনা শুরু হয়েছে যে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ধোনি কি আবার অবসর ভেঙে ফিরছেন?

অবশ্য এখনই ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়কের অবসর ভেঙে ফেরার ব্যাপারে কোনোরকম ইঙ্গিত পাওয়া যায়নি। আসলে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তাকে ভারতীয় দলের জার্সিতে দেখা গেছে। তার সঙ্গে ছিলেন বলিউডের পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান। ভারতের সাবেক অধিনায়কের গলা জড়িয়ে, ঘাড়ে মাথা রেখে এই ছবি তুলেছেন ফারহা।

আইপিএল ছাড়া ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেও পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ধোনি। কিছুদিন আগেই সপরিবার সিমলা ঘুরতে গিয়েছিলেন। পাশাপাশি তার কৃষি খামারও এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে। সেই খামারে তিনি সবজি থেকে শুরু করে উন্নত জাতের হাঁস-মুরগি পালন করছেন। এত খ্যাতিমান একজন অধিনায়কের কৃষক বনে যাওয়া রীতিমতো বিরল ঘটনা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন