English

24 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
- Advertisement -

স্ত্রী-সন্তানদের নিয়ে ওমরাহতে মাশরাফি

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখন অবস্থান করছেন মক্কা নগরীতে। নিজের পরিবারকে সঙ্গে পবিত্র ওমরাহ পালন করছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়িক।

আজ মাশরাফির সহধর্মিণী সুমনা হক সুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সুমি তার ফেসবুক প্রোফাইলে পরিবারের ওমরাহ পালনের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আলাহামদুল্লিহ।

এর আগে গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফি। আজকের ছবিতে দেখা যায় মাশরাফির সাথে তার স্ত্রী-ছেলে এবং মেয়েও রয়েছে। একই ছবিতে মাশরাফির বন্ধু আসিফ রেজাও আছেন। হজ পালন শেষে কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) মাশরাফি খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এই অভিজ্ঞ পেসার। একই সঙ্গে তার দলও ফর্মে আছে। মাশরাফির নেতৃত্বাধীন রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার লিগ।

ঈদের পর আগামী পহেলা মে মাঠে গড়াবে সুপার লিগের খেলা। তার আগেই অবশ্য মাশরাফির দেশে ফেরার কথা রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন