নাসিম রুমি: সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটারদের অবসরের হিড়িক দেখা যাচ্ছে। বিশেষ করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের তিন তারকা ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা দেন টি-টোয়েন্টি থেকে। ফর্মে থাকা অবস্থায় ক্রিকেটারদের অবসরের ঘটনা নিয়ে আলোচনা চলছে। যে প্রসঙ্গ এসেছে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রেও। যদিও বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, এই সিদ্ধান্ত একান্তই খেলোয়াড়দের।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘একটা খেলোয়াড় ব্যক্তিগতভাবে জানে কাকে-কখন অবসর নিতে হবে। এটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর বাইরে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল আছে, তারা পরিকল্পনা করবে কোনো খেলোয়াড়কে নিয়ে এগোনো যাবে।’
এর আগে নিজের সেরা ফর্মে থেকে অবসর নিয়েছিলেন নান্নু। সে কথা স্মরণ করিয়ে দিয়ে নিজের ফর্ম বিবেচনা করেই খেলা ছাড়া উচিৎ বলে মনে করেন তিনি, ‘আমার মনে হয় খেলোয়াড়দেরও পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখা উচিৎ। আমি কতটুকু যেতে পারবো এটা চিন্তা করে এগোনো উচিৎ। ১৯৯৯ বিশ্বকাপে সেরা পারফর্ম করে খেলা ছেড়ে দিয়েছি। আমি জানি কতটুকু এগোতে হবে।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে সেমিফাইনালে উঠতে না পারায় হতাশ অনেকে। নান্নুর ভাষ্যে, ‘সবমিলিয়ে আমাদের প্রত্যাশা যেটা ছিল- দ্বিতীয় রাউন্ডে যাওয়া, সেটা কিন্তু পূরণ হয়েছে। সুপার এইটে খেলা কিন্তু একটা বড় অর্জন। কারণ এই ফরম্যাটে আমরা মাঝখানে ৬ মাস খুব বেশি ভালো ক্রিকেট খেলতে পারিনি। এর আগে এক-দেড় বছরে দ্বিপাক্ষিক সিরিজগুলো কিন্তু ভালো খেলেছে। বিশেষ করে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।