যুবরাজ সিং তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পেছনে সবসময়ই সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দায়ী করে আসছেন। মাঝেমধ্যেই যুবরাজ এবং তার বাবা যোগরাজ সিং ধোনির সমালোচনা করেন। অনেক ক্রিকেটারই অভিযোগ করেন, খেলোয়াড়ী জীবনের শেষ দিকে দল বা সংশ্লিষ্টদের থেকে সমর্থন পাওয়া যায় না। এবার সেই অভিযোগ শোনা গেল যুবরাজ সিংয়ের গলায়।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুযোগ বুঝে ধোনিকেও খোঁচা মেরে বসলেন যুবরাজ।
২০১১ বিশ্বকাপের পর হঠাৎই বদলে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের অন্দরমহলের ছবি। বীরেন্দ্র শেবাগ, ভিভিএস লক্ষ্ণণের মতো ক্রিকেটারদের ক্যারিয়ার তখন শেষ দিকে। সে সময় তারা দল থেকে তেমন সমর্থন পাননি বলে দাবি করেছেন যুবরাজ সিং। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল যুবরাজের। তবু ক্রিকেট জীবনের শেষ দিকে দল থেকে প্রত্যাশিত সমর্থন পাননি।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যুবরাজের বিরুদ্ধে মন্থর ব্যাটিং করার অভিযোগ ওঠে। সেই অভিজ্ঞতা সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আমার আত্মবিশ্বাস কম ছিল। বাদ যেতে পারি এমনই একটা আবহ তৈরি করে রাখা হয়েছিল দলের মধ্যে। অজুহাত দিতে চাই না। কিন্তু কঠিন সময়ে দলের কাছ থেকে যথেষ্ট সমর্থন আমি পাইনি। গ্যারি কারস্টেনের সময়ের থেকে ডানকান ফ্লেচারের সময়ে দলের পরিবেশ অনেক বদলে গিয়েছিল। ‘
ফাইনালের ২১ বলে ১১ রানের ইনিংস নিয়ে যুবরাজ বলেছেন, ‘ফাইনালে আমি ঠিক মতো বল মারতে পারছিলাম না। অফ স্পিনারের বিরুদ্ধে মারার চেষ্টা করছিলাম। কিন্তু ব্যাটে বলে ঠিক মতো হচ্ছিল না। ডট বল হয়ে যাচ্ছিল। আউট হওয়ার চেষ্টা করেও পারিনি। এর পর সকলেই ভেবেছিল আমার ক্রিকেট জীবন শেষ। এটাই জীবন। আপনাকে মেনে নিতেই হবে। জয় এবং পরাজয় সমান ভাবে গ্রহণ করেই এগিয়ে যেতে হয়। তবে ধোনির মতো গুটিকয়েক ভাগ্যবান ক্যারিয়ারের শেষদিকেও দলের থেকে প্রচুর সমর্থন পান। ‘