English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সুপার সিক্সে টাইগার যুবাদের দাপুটে জয়

- Advertisements -

নাসিম রুমি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে নেপালের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ। আগে ব্যাট করে টাইগার যুবাদের বোলিং তোপের মুখে পড়ে ১৬৯ রানে অলআউট হয় নেপাল।

র্টার্গেট তাড়া করতে নেমে ১৪৮ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে ৩৮ বলে ৭টি চার আর দুটি ছক্কায় ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলেন আরিফুল ইসলাম। ৪৩ বলে ৫৫ রান করে ফেরেন জিসান আলম।

গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ১৬৯ রানে অলআউট নেপাল।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। আগে ব্যাটিংয়ে নেমে ২৯ রানে ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে বিশাল বিক্রম ও ডেভ খানাল ১১৫ বলে ৬২ রানের জুটি গড়েন।

এরপর নেপালকে ফের চেপে ধরেন টাইগার যুবারা। ৩ উইকেটে একটা পর্যায়ে নেপালের সংগ্রহ ছিল ৯১ রান। এরপর নিয়মিত উইকেট পতনের কারণে ৭৮ রানে ৭ উইকেট হারায় নেপাল।

শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন বিশাল। ৩৫ রান করেন অধিনায়ক খালান। বাংলাদেশ যুব দলের হয়ে ৪ উইকেট নেন রোহানাত দৌলত বর্ষণ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন