নাসিম রুমি: অস্ট্রেলিয়ার হার্ডহিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমন দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়া ক্রিকেটারের সঙ্গে বিয়ে হয় ভারতীয় ভিনি রমনের।
বৃহস্পতিবার ভিনি রমন নিজেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে জানালেন, তারা বাবা-মা হতে যাচ্ছেন। এ মুহূর্তে ম্যাক্সওয়েল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলছেন।
এবারের আইপিএল শুরুর দিকে ম্যাক্সওয়েলের স্ত্রী ভারতে গিয়েছিলেন। পরে অবশ্য তিনি দেশে ফিরে যান। ইনস্টাগ্রামে নীল রঙের একটি ছোট জামা এবং ইউএসজি রিপোর্টের ছবি দিয়ে ভিনি রমন লিখেছেন, সেপ্টেম্বর মাসে গ্লেন ও আমার সন্তান পৃথিবীতে আসছে। এ সফরটা খুব সহজ ছিল না। আমি জানি এ পোস্টটি তাদের জন্য খুব কষ্টের, যারা অপেক্ষা করে রয়েছেন এমন দিনের। সেসব পরিবারের পাশে আছি আমরা, যারা সন্তান হারিয়েছেন। যারা সন্তানের জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য ভালোবাসা।
ভিনি রমনের এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন গ্লেন ম্যাক্সওয়েল।