জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে সিলেটের দর্শকদের হতাশ করলো সিলেট স্টাইকার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগং কিংস জিতেছে হেসেখেলে। সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এখন চিটাগং কিংস।
টস জিতে ফিল্ডিং নেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক। প্রথমে ব্যাটিং পেয়ে তাণ্ডব চালায় চিটাগং কিংস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রান করে তারা। ইনিংস সর্বোচ্চ ৬০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গ্রাহাম ক্লার্ক। ৩৩ বলের ইনিংসে মেরেছেন ৫ ছক্কা ও ৩ চার। উসমান খানও ফিফটি পেয়েছেন এই ম্যাচে। ওপেনিংয়ে নেমে ৩৫ বলে করেছেন ৫৩ রান।
সিলেটের তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৩৮ রানে নিয়েছেন ২ উইকেট। ২০৪ রানের লক্ষ্যে নেমে সিলেট যেমন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট, একই সঙ্গে রান তোলার গতিও কমে যায়। ১০.৩ ওভারে ৪ উইকেটে ৬৪ রানে পরিণত হয় দলটি। পঞ্চম উইকেটে এরপর ২৮ বলে ৬২ রানের জুটি গড়েছেন জাকের ও জর্জ মানসি। ১৫তম ওভারের শেষ বলে মানসিকে ফিরিয়ে জুটি ভাঙেন খালেদ আহমেদ। ৩৭ বলে চারটি করে চার ও ছক্কায় ৫২ রান করের মানসি। ফিফটি করা মানসি ফিরলে সিলেটের স্কোর হয়ে যায় ১৫ ওভারে ৫ উইকেটে ১২৬ রান। তারা এরপর শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে।
ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করে ২৩ বলে ৪৭ রান করেছেন। ৪ ছক্কা ও ৩ চার মেরেছেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রানে থেমে যায় সিলেট। মানসির ৫২ রানই তাদের ইনিংস সর্বোচ্চ। চিটাগংয়ের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৫ রান।