English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

সারেতে সাকিবের অভিষেক, দলে আছেন কারা?

- Advertisements -

পাকিস্তান সিরিজ শেষ করে গত ৪ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তরা। মাঝের এই সময়্টাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড গেছেন সাকিব আল হাসান।

আজ রোববার সারেতে অভিষেকও হয়ে গেলো সাকিবের। উৎসবমুখর পরিবেশে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন সতীর্থরা। সমারসেটের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেলবেন টাইগার অলরাউন্ডার।

টন্টনে টস জিততে পারেনি সাকিবের দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সমারসেট। চার দিনের এই ম্যাচে সাকিবদের দলে আর কারা খেলছেন, তা দেখে নেওয়া যাক-

সারে একাদশ

ররি বার্নস (অধিনায়ক), ডম শিবলি, রায়ান প্যাটেল, বেন গেডস, বেন ফোকস, সাকিব আল হাসান, টম কারেন, জর্ডান ক্লাক, ক্যামেরন স্টিল, কেমার রোচ, ডেনিয়েল ওরেল।

টন্টনে আগেও খেলেছেন সাকিব। এই মাঠে তার রেকর্ডও ভালো। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই ম্যাচে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সাকিব।

কাউন্টি ক্রিকেটে সাকিবের অভিষেক হয়েছিল আগেই। তবে সারের হয়ে এবারই প্রথম। এর আগে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। এসব ম্যাচে ৪১২ রানের পাশাপাশি সাকিবের নামের পাশে জলজল করছে ৪২টি উইকেট।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন