নাসিম রুমি: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর দিন তিনেক বাকি। কিন্তু সাকিব আল হাসান চিটাগং কিংসের হয়ে খেলতে পারবেন কিনা- সেটা এখনও অনিশ্চিত। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশেই ফিরতে পারেননি। জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ভারত সফরে। দেশের হয়ে সাকিবের খেলতে না পারটাকে নিজেদের ব্যর্থতা মনে করছেন খালেদ মাহমুদ সুজন।
সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক সুজন এখন বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ। আজ বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে সুজন বলেন, ‘সাকিব বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার তার না থাকাটা দলের জন্য ক্ষতিকর। সে দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা।’
সাকিব পতিত আওয়ামী লীগ সরকারের সাংসদ ছিলেন। জুলাই-আগস্টের গণ আন্দোলনের সময় তিনি দেশে না থাকলেও তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সাকিবের ৭ মাসের রাজনৈতিক ক্যারিয়ারকে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের থেকে বড় করে দেখাকে হতাশার বলে মনে করছেন সুজন, ‘সে রাজনীতিতে যুক্ত হয়েছে। কতটুকু অপরাধ করেছে জানিনা। কিন্তু তার ৭ মাসের রাজনীতিকে ১৭ বছরের ক্যারিয়ারের থেকে বড় করে দেখা হচ্ছে, এটা হতাশার। সাকিবের দলে না থাকা তরুণদের জন্য ধাক্কা। সে দলে থাকলে সবাই উদ্বজীবিত হয়।’