English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

সাকিব গেলেন দুবাই, দলের সঙ্গে যোগ দেবেন আজ

- Advertisements -

সন্তান জন্ম নেয়ার কারণে, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরই বাংলাদেশে এসেছিলেন মুশফিকুর রহিম। নবাগত সন্তান এবং স্ত্রীর সঙ্গে সময় কাটাতেই ছুটি নিয়েছিলেন তিনি। মুশফিকের সঙ্গেই ব্যক্তিগত কাজের জন্য দেশে এসেছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে দেশ ছেড়েছেন। তবে সাকিব সরাসরি কলম্বোতে যাননি। দুবাইয়ের বিমান ধরেছেন টাইগার অধিনায়ক। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে দেশ ছেড়েছেন সাকিব।

তিনদিনের ছুটি শেষে বুধবার থেকে আবারও অনুশীলন শুরু করার কথা বাংলাদেশ দলের। আর সেখানে দলের সঙ্গে যোগ দেয়ার কথা সাকিবের। গতকাল সাকিব দুবাইয়ের উদ্দেশ্যে বিমান ধরলেও, দলের সঙ্গে আজ অনুশীলনে যোগ দেবেন।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দিনই গত রোববার (১০ সেপ্টেম্বর) মুশফিকুর রহিমের সঙ্গে দেশের বিমান ধরেছিলেন সাকিব আল হাসান। একটি শো-রুম উদ্বোধনের জন্য ঢাকায় এসেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। উদ্বোধন করা প্রতিষ্ঠানটির নাম ‘আল আমিন কেমিক্যালস’। সেই প্রতিষ্ঠানটির শেয়ারের মালিকানা আছে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট এবং মোনার্ক এক্সপ্রেসের।

এরই মধ্যে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের। সুপার ফোরে উঠে প্রথম দুই ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বরের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন