English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

- Advertisements -

নাসিম রুমি: জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৬ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সংস্থাটি।

এর আগে, গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেটার সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ। তদন্ত শেষে সরকারের নির্দেশে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ।

এতে সাকিব আল হাসানের অচিরেই দেশে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হলো। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত তার না খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামা হয় কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন। টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার।

এদিকে চলমান আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে না থাকলেও সাকিবের খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক পরিস্থিতি ও সার্বিক ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিবকে দেশের জার্সি গায়ে মাঠে না দেখার সম্ভাবনা আরও জোরালো হলো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন