English

21 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
- Advertisement -

সাকিবের বিশ্বরেকর্ড ভাঙলেন কোহলি

- Advertisements -

নাসিম রুমি: রানতাড়া করতে নেমে বিরাট কোহলি সর্বকালের সেরা কি না, গতকালের ম্যাচের পর এই প্রশ্নটাই আবার নতুন করে উঠে এসেছে ক্রিকেটের দুনিয়াতে। অন্তত পরিসংখ্যানের খাতা খুলে বসলে যে কারো কাছে মনে হবে কোহলিই বোধকরি সেরা। আর এমন মনে হওয়াতে খুব একটা অন্যায়ও নেই।

গতকালই ওয়ানডেতে রান তাড়া করতে নেমে ৮ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন কোহলি। রান চেজের বেলায় ওডিয়াই ফরম্যাটে তার চেয়ে বেশি রান আছে কেবল শচীন টেন্ডুলকারের। আর কোহলির এমন দিনে পুড়েছে অস্ট্রেলিয়া। দুবাইয়ে বিরাটের ব্যাটে এসেছে ৮৪ রানের ইনিংস। তাতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই অজিদের বিদায় নিশ্চিত।

তবে ৮৪ রানের ইনিংস খেলার পর বাংলাদেশের সাকিব আল হাসানের এক বিশ্বরেকর্ডও কোহলি পেছনে ফেলেছেন। অজস্র পরিসংখ্যানের ভিড়ে কোহলির কাছেই গতকাল নিজের আরও এক কীর্তি হারালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব।

আইসিসির ওয়ানডে ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) রানতাড়া করতে নেমে মোট ১০ বার পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। এতদিন পর্যন্ত সেটিই ছিল সর্বোচ্চ। সাকিব এই কীর্তি ভাগাভাগি করছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে। গতকাল সেটিকে ছাড়িয়ে গেলেন কোহলি।

অস্ট্রেলিয়ার সঙ্গে ৮৪ রান ছিল আইসিসির ওয়ানডে ইভেন্টে রানতাড়ার ক্ষেত্রে কোহলির ১১তম পঞ্চাশ পেরোনো ইনিংস। এই তালিকায় তার নিচে আছেন সাকিব এবং চন্দরপল। আর রান চেজে আইসিসি ইভেন্টে ৯ বার পঞ্চাশ পেরোনো ইনিংস আছে রোহিত শর্মার।

ওয়ানডে ফরম্যাটে রানতাড়ায় কোহলি ঠিক কতটা দক্ষ সেটার প্রমাণ মিলবে আরেকটা বিশ্বরেকর্ডে নজর দিলে। পরে ব্যাট করতে নেমে গতকাল ৬৯ বারের মত পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে এটাই যৌথভাবে সর্বোচ্চ। তবে শচীন টেন্ডুলকার রানতাড়ায় নেমে ৬৯ ফিফটি পেতে খেলেছেন ২৩২ ইনিংস। আর কোহলি সেটা স্পর্শ করেছেন মাত্র ১৫৯ ইনিংসেই।

এতদিন পর্যন্ত আইসিসির ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৩টি পঞ্চাশোর্ধ ইনিংস ছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ৫৮ ইনিংস খেলে তিনি ওই কীর্তি গড়েছিলেন। তবে এদিন ৫৩তম ওয়ানডে ইনিংসে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি। ওয়ানডের বৈশ্বিক প্রতিযোগিতায় তারই এখন সর্বোচ্চ ২৪টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন