নাসিম রুমি: বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএল খেলতে গেছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন এই কাটার মাস্টার। যেখানে আসরের উদ্বোধনী ম্যাচেই বল হাতে করেছেন বাজিমাত।
চেন্নাই মোস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট করেছে। এবার ফ্র্যাঞ্চাইজিটি পোস্ট করেছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে।
রোববার ছিল সাকিব আল হাসানের জন্মদিন। এদিন মুস্তাফিজের সঙ্গে সাকিবের ছবি দিয়ে টাইগার অলরাউন্ডারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই। আইপিএলে কখনো চেন্নাইয়ের হয়ে সাকিবের খেলা না হলেও তারকা এই ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে ভুলেনি ধোনি-মুস্তাফিজের দল।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চেন্নাই লেখে, সাকিবকে আমাদের জন্মদিনের হুইসেল পাঠাচ্ছি। চেন্নাইয়ের এমন পোস্ট প্রশংসা কুড়িয়েছে সকলের। ক্রিকেটপ্রেমীরা অধিকাংশই ইতিবাচক মন্তব্য করেছে সেই পোস্টটিতে।
চেন্নাই ছাড়াও সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সও।