নাসিম রুমি: ভারতের হার্ডহিটার ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ ও তার স্ত্রী আলাদা হয়ে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শেবাগ ও তার স্ত্রী ২০০৪ সালে বিয়ে করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা আলাদা থাকছেন। এছাড়া সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম থেকে একেঅপরকে আনফলো করে দিয়েছেন।
এখন তাদের সম্পর্ক ডিভোর্সের দিকে গড়াচ্ছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শেবাগ সাম্প্রতিক সময়ে তার স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারছিলেন না।
গত দীপাবলী অনুষ্ঠানে ভারতীয় এ ক্রিকেট আইকন সামাজিক মাধ্যমে তার ছেলে ও মায়ের ছবি প্রকাশ করেন। সেখানে স্ত্রী আহলাওয়াতের কোনো ছবি এমনকি তাকে কোনো মেনশনও করেননি তিনি।
এরপরই ডিভোর্সের গুঞ্জন শক্তিশালী হয়।
এছাড়া কয়েক সপ্তাহ আগে বিশ্ব নাগায়ক্ষী মন্দিরে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন শেবাগ। সেখানেও তাকে একাই দেখা যায়। এরপর স্পষ্ট হয় স্ত্রীর সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছে না।