শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট থেকে উদ্ভুত রাজনৈতিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে। এরপর থেকেই সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে হামলা করছে উত্তেজিত জনতা। তাদের ধরে এনে বেধড়ক পেটানো হচ্ছে।
জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। একজন সাংসদসহ মৃতের সংখ্যা ৭। এই পরিস্থিতি তৈরির জন্য শ্রীলঙ্কার সরকারকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন দেশটির দুই সাবেক ক্রিকেট মহাতারকা কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে।
তীব্র সহিংসতা থামাতে এরই মধ্যে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশব্যাপী জারি করা হয়েছে কারফিউ। টাকা দিয়েও মিলছে না নিত্যপণ্য। এই অবস্থার জন্য সরকারকে দায়ী করে টুইটারে কুমার সাঙ্গাকারা লিখেছেন, ‘প্রতিবাদকারী জনতা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের মৌলিক অধিকারের দাবি তুলেছেন। কিন্তু তাঁদের ওপর সরকার সমর্থক গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে। এটা সরকারের মদদে পরিকল্পিত সহিংসতা।’
এছাড়া টুইটারে সহিংসতার একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছেন মাহেলা জয়াবর্ধনে। যাতে দেখা যাচ্ছে, একজন নারী প্রতিবাদকারীকে বেধড়ক পেটাচ্ছে পদত্যাগকারী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সমর্থকেরা। ক্যাপশনে জয়াবর্ধনে লিখেছেন, ‘একজন পুলিশ কর্মকর্তার সামনে এভাবেই সরকারি গুন্ডা বাহিনী একজন নারীকে নির্দয়ভাবে পেটাচ্ছে। লজ্জার ব্যাপার। সরকারি রাজনৈতিক দল ও সরকার সহিংসতাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।’