English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন সাকিব’

- Advertisements -

অবসান হল অনিশ্চয়তার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ কথা জানিয়েছেন।

মুমিনুল হক বলেন, “অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে।”

এরপর প্রথম টেস্টে সাকিবের খেলা-না খেলা প্রসঙ্গে টেস্ট অধিনায়কের ভাষ্য, “হ্যাঁ, তিনি খেলবেন।”

এ সময় সাকিবের ফিটনেস নিয়ে মুমিনুল বলেন, “কোচ বলেছিলেন (সাকিব) যদি ফিট থাকে তাহলে খেলতে পারবেন। আজ আমরা তো দেখলামই। আমার দেখে তা-ই মনে হয়েছে।”

করোনা নেগেটিভ হয়ে শুক্রবার রাতে চট্টগ্রামে হোটেলে ফিরেছেন সাকিব। শনিবার সকালে অনুশীলনেও নামে তিনি।

এরপর সংবাদ সম্মেলেনে এসে সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা-না খেলা নিয়ে সংশয় দূর করলেন মুমিনুল হক।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল রবিবার প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

অতিরিক্ত চুল পড়লে করণীয়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন