নাসিম রুমি: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসর চলছে। বিপিএলে চোখের অস্বস্তি নিয়েও খেলছেন রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান।
আগামী মার্চে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। ঘরের মাঠে লংকানদের বিপক্ষে হবে দ্বিপাক্ষিক সিরিজ। শ্রীলংকা সিরিজে সাকিবের খেলা অনিশ্চিত।
এ ব্যাপারে সাকিব বলেছেন, ‘আমরা এখন বিপিএল খেলছি। আমি ম্যানেজমেন্টের সাথে আলোচনা করব। এরপর সিদ্ধান্ত নেব শ্রীলংকা সিরিজে খেলব কিনা।’
সাকিব দলের বাইরে থাকায় সবশেষ নিউজিল্যান্ড সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত। নেতৃত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এখনো এই ইস্যুতে আমাদের কোনো আলোচনা হয়নি। বোর্ডের সাথে আলোচনার পর আমি অধিনায়কত্বের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’তবে শতভাগ ফিট না থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে আমার পক্ষে খেলা সন্ভব হবেনা।