নাসিম রুমি: বিশ্বকাপের পাকিস্তানের পক্ষে সবচেয়ে কম রানে ৫ উইকেট পাওয়ার রেকর্ড শহীদ আফ্রিদির। রেকর্ডের দুইয়েও আছেন আফ্রিদি। গত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষ পাঁচে শুধু ঢোকেননি, বিশ্বকাপে পাকিস্তানের সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি।
সেই আফ্রিদি আজ গড়লেন লজ্জার রেকর্ড। বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে সবচেয়ে খরচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন শাহিন আফ্রিদি। ১০ ওভারে ৯০ রান দিয়েছেন শাহিন। আজ শাহিন এত রান না দিলেও খরচে বোলিংয়ের রেকর্ডটা হতো। কারণ, হারিস রউফও ১০ ওভারে দিয়েছেন ৮৫ রান। মূল দুই পেসার যখন এভাবে অকাতরে রান দেন, তখন দলের তো খারাপ অবস্থা হবেই।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। সে অনুরোধ হাসিমখে মেনে নিয়ে ৬ উইকেটে ৪০১ রান তুলেছে নিউজিল্যান্ড। নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে ৪০০ পেরোল নিউজিল্যান্ড।