টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মিশনে সুপার এইটের নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত।
আজকের ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্তর মূল একাদশে জায়গা হয়নি দলের সহ-অধিনায়ক ও অন্যতম পেসার তাসকিন আহমেদের। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জাকের আলী।
বাংলাদেশের একাদশে আছেন তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
টস হারার পর প্রতিক্রিয়ায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, টস জিতলেও তিনি ব্যাট করার সিদ্ধান্তই নিতেন।