English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

শীর্ষে সাকিব, তিনে মিরাজ

- Advertisements -

নাসিম রুমি: আইসিসির সবশেষ হালনাগাদে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অলরাউন্ড র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন সাকিব। তিন নম্বর পজিশনে আছেন মেহেদী হাসান মিরাজ।

তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে মঙ্গলবার দুই ধাপ এগিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এলো ভারত।

বুধবার প্রকাশিত ব্যক্তিগত র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদেও ভারতীয়দের জয়জয়কার। দলের মতো দুই ধাপ এগিয়ে এই প্রথম ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। প্রায় তিন বছর পর গত ফেব্রুয়ারিতে ওয়ানডে দলে ফেরা সিরাজ এই সংস্করণে দুর্দান্ত ফর্মে আছেন। ২০ ম্যাচে নিয়েছেন ৩৭ উইকেট। এর মধ্যে শেষ পাঁচ ম্যাচে তার শিকার ১৪ উইকেট।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে সরিয়ে র‌্যাংকিংয়ের চূড়ায় ওঠার আগে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন সিরাজ। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। বোল্ট নেমে গেছেন তিনে।

র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারতের আরেক পেসার মোহাম্মদ শামিরও। ১১ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ দশে আছেন সাকিব আল হাসান (৭) ও মোস্তাফিজুর রহমান (৯)।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন ভারতের শুবমান গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৩৬০ রান করায় ২০ ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছেন এই তরুণ ওপেনার।
আইসিসির সবশেষ হালনাগাদে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অলরাউন্ড র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন সাকিব। তিন নম্বর পজিশনে আছেন মেহেদী হাসান মিরাজ।

তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে মঙ্গলবার দুই ধাপ এগিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এলো ভারত।

বুধবার প্রকাশিত ব্যক্তিগত র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদেও ভারতীয়দের জয়জয়কার। দলের মতো দুই ধাপ এগিয়ে এই প্রথম ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। প্রায় তিন বছর পর গত ফেব্রুয়ারিতে ওয়ানডে দলে ফেরা সিরাজ এই সংস্করণে দুর্দান্ত ফর্মে আছেন। ২০ ম্যাচে নিয়েছেন ৩৭ উইকেট। এর মধ্যে শেষ পাঁচ ম্যাচে তার শিকার ১৪ উইকেট।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে সরিয়ে র‌্যাংকিংয়ের চূড়ায় ওঠার আগে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন সিরাজ। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। বোল্ট নেমে গেছেন তিনে।

র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারতের আরেক পেসার মোহাম্মদ শামিরও। ১১ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ দশে আছেন সাকিব আল হাসান (৭) ও মোস্তাফিজুর রহমান (৯)।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন ভারতের শুবমান গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৩৬০ রান করায় ২০ ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছেন এই তরুণ ওপেনার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন