নাসিম রুমি: অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু করল ভারত। রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯৯ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া।
সহজ টার্গেট তাড়া করতে নেমে ২ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত। এরপর বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে খেলায় ফেরে ভারত।
এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়েন কোহলি। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রানের রেকর্ড গড়লেন কোহলি। এত দিন এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের দখলে।
রোববার সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। আইসিসি প্রতিযোগিতায় ৫৮টি ইনিংস খেলে শচীন ২ হাজার ৭১৯ রান করেছিলেন। এদিন ৬৪তম ইনিংস খেলতে নেমে শচীনকে টপকে যান কোহলি।
আইসিসির সাদা বলের টুর্নামেন্টে কোহলির সংগ্রহ ২৭২০ রান, শচীনের ২৭১৯ রান, রোহিত শর্মার ২৪২২ রান, যুবরাজ সিংয়ের ১৭০৭ রান, সৌরভ গাঙ্গুলীর ১৬৭১ রান আর মহেন্দ্র সিং ধোনি করেন ১৪৯২ রান।