নাসিম রুমি: দুবাইতে গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বিরাট কোহলির ওয়ানডেতে রান ছিল ১৩৯৮৫। গতকাল পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে হারিস রউফকে কভারে চার হাঁকিয়ে ১৫ রান অতিক্রম করেন কোহলি। তাতে ওয়ানডেতে ১৪০০০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন কোহলি।
ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৪০০০ রানের মাইলফলক ছুঁলেন কোহলি। তার আগে এই কীর্তি আছে শচিন টেন্ডুলকার (১৮৪২৬) ও কুমার সাঙ্গাকারার (১৪২৩৪)।
তবে ৩৬ বছরের কোহলি ১৪০০০ রানের মাইলফলক ছুঁলেন দ্রুততম সময়ে। টেন্ডুলকারের ১৪০০০ রান করতে লেগেছিল ৩৫০ ইনিংস। কোহলি তা করলেন ২৮৭ ইনিংসে। সাঙ্গাকারা ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন ৩৭৮ ইনিংসে।
১৩০০০ থেকে ১৪০০০ রানে পৌঁছতে কোহলি খেলেছেন মাত্র ২০ ইনিংস।