নাসিম রুমি: ৬ জুলাই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম ইকবাল। এর পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসর ভেঙে ফিরেও আসেন। এখন তিনি দেড় মাসের বিশ্রামে।
এ সময় তাঁর নিজের ফিটনেস নিয়ে কাজ করার কথা। সে জন্য চিকিৎসক দেখাতে ইংল্যান্ড যাচ্ছেন তামিম। সেটা হতে পারে জুলাইয়ের শেষের দিকে।
কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের খেলা দেখতে মাঠে আসা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ কথা জানান। তবে পরিবার নিয়েই তিনি লন্ডন যা্বেন। পনোর দিন অবস্হান করার পর দুবাইতে যা্বেন ছুটি কাটানোর জন্য।