English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

রোহিতকে অধিনায়ক আমি বানিয়েছিলাম: সৌরভ

- Advertisements -

নাসিম রুমি: ২০১৯ সালে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হন সৌরভ গাঙ্গুলি। এরপর ২০২১ সালে সব ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব ছাড়েন ভিরাট কোহলি। যা নিয়ে হয়েছিল সেসম্য ভারতীয় বোর্ডকে শুনতে হয়েছিল প্রচুর সমালোচনা। কোহলি দাবি করেছিলেন, নেতৃত্ব থেকে সরানোর আগে কোনো আলোচনা করেনি বিসিসিআই। অপরদিকে সৌরভ এবং বিসিসিআইয়ের কর্মকর্তারা বলেছিলেন ভিন্ন কিছু। সেসময় কোহলির ভক্তরা আঙুল তুলছিলেন সৌরভের দিকেই।

পরবর্তীতে রোহিত শর্মাকে ভারতের নেতৃত্বের ভার তুলে দেন সভাপতি সৌরভ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত জয়ের পর সেই কথা অনেকেই ভুলে গেছে বলে দাবি করলেন সৌরভ।

রোহিত শর্মাকে অধিনায়ক করার কথা মনে করিয়ে দিয়ে সৌরভ বলেন, ‘আমি যখন রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়ক করেছিলাম, তখন সবাই আমার সমালোচনা করেছিল। এখন যখন রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে,… তখন সবার মুখ বন্ধ হয়েছে। আসলে, আমি মনে করি সবাই ভুলে গেছে যে, আমিই তাকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছিলাম।’

শুধু রোহিতই নন, রাহুল দ্রাবিড়কে প্রধান কোচ হিসাবে নিয়োগ করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর কোচের পদ থেকে রবি শাস্ত্রীও সরে যান। সেই সময়ে সৌরভের তত্ত্বাবধানেই দ্রাবিড় কোচ হিসাবে ভারতীয় দলে যোগ দেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন